রবিবার, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

থানচিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

চিংথোয়াই অং মার্মা, থানচি (বান্দরবান): সারাদেশের ন্যায়ের মতো বান্দরবানের থানচিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পইন সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস কাউন্সিলিং চলছে, ভিটামিন ক্যাম্পেইন এর আওতায় থানচি উপজেলার চারটি ইউনিয়নের স্থায়ী একটি কেন্দ্র ও অস্থায়ীভাবে ৯৪টি কেন্দ্রের ৪৮ জন স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্যকর্মীর মাধ্যমে ৪ হাজার ২শত ৭৭জন শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

শনিবার সকালে জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে নাইন্দারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান মুরাদ।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, সব শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর আওতায় আনা আমাদের প্রধান লক্ষ্য, শিশুরা যেন সুস্থ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পান।

তিনি আরো বলেন, পাহাড়ে শৈশবকালীন অন্ধত্ব প্রতিরোধ এবং শিশুমৃত্যুর হার কমাতে ছয় থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে। কোনো শিশুই অপুষ্টির কারণে ঝরে না পড়ে, সেই লক্ষ্যের দুর্গম এলাকায় সফলভাবে বাস্তবায়নে প্রশাসনিকভাবে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তথ্যমতে, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ৬শত ২৬ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ হাজার ৬শত ৫১ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। থানচি উপজেলার চারটি ইউনিয়নের স্থায়ী একটি কেন্দ্র এবং অস্থায়ীভাবে ৯৪টি কেন্দ্র মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

অন্যদিকে শিশুদের অভিভাবকরা জানান, আমাদের শিশুদের ভরাপেটে কেন্দ্রে নিয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর হচ্ছে। ক্যাম্পেইন মাধ্যমে স্বাস্থ্যকর্মী বা স্বেচ্ছাসেবক ক্যাপসুলের মুখ কাঁচি দিয়ে কেটে ভেতরে থাকা সবটুকু তরল শিশুকে খাওয়াচ্ছে। ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো উপকারসহ শিশুদের যত্নের সচেতনতা বৃদ্ধির উচ্ছ্বসিত করতে অভিভাবকদের কাউন্সিলিং করা হয়েছে।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলার স্বাস্থ্য পরিদর্শক উবামং মারমা, ব্র্যাক ম্যানেজার প্রিয়লাল তংচংগ্যা, স্বাস্থ্য পরিদর্শক ওঁ প্রকাশ সেন, থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক পরিমল দে প্রমুখ। এছাড়াও সাংবাদিক, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ