বুধবার, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

থানচিতে দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি আঁকছে শিক্ষার্থীরা

Exif_JPEG_420

থানচি (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানে থানচিতে প্রতিবাদী কন্ঠে দেয়ালে দেয়ালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ঘিরে রক্তাক্ত জুলাইকে গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তুলছেন শিক্ষার্থীরা।

পাহাড় ও সমতলে সমান অধিকারসহ ছাত্র-জনতা আন্দোলন, পাহাড়ে দুঃখের কথা, বঞ্চনার ও নির্যাতনের চিত্রগুলোর বিভিন্ন স্থানে দেয়ালে তরুণ-তরুণীদের রঙ তুলির আঁচড়ে ফুটে উঠেছে প্রতিবাদের ভাষা।

চলতি মাসের গত বুধবার ও বৃহস্পতিবার দুই দিন ধরে থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের এলাকা থেকে এই কর্মসূচি শুরু হয়। দেয়ালগুলোর সাদা রঙের রাঙিয়ে তাতে আঁকা হচ্ছে ছাত্র-জনতার আন্দোলনের গৌরবময় নানা চিত্র এবং পাহাড় ও সমতলে সম্মান অধিকারসহ পাহাড়ে কষ্টের কথা, বঞ্চনার ও নির্যাতনের চিত্র রং-তুলি দিয়ে আঁকছেন। পরিস্থিতির বিবেচনায় এই দেয়াল লিখন ও গ্রাফিতির কর্মসূচি চলমান থাকবে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

সরেজমিন দেখা গেছে, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের দেয়ালে একদল তরুণ সমাজ ও শিক্ষার্থী রং-তুলি নিয়ে গ্রাফিতি আঁকছে। সেখানে প্রতিবাদী কন্ঠে দেয়ালে রং-তুলির মাধ্যমে ছাত্রজনতার আন্দোলনের বিভিন্ন চিত্রসহ পাহাড়ে দুঃখ-কষ্টের কথা, বঞ্চনার ও নির্যাতনের চিত্র ফুটিয়ে তুলছেন। পাশাপাশি দেশকে নতুন করে সাজানোর স্লোগান লিখে সাজিয়ে তুলছে দেয়ালগুলো।

এদিকে থানচি সরকারি উচ্চ বিদ্যালয় ও হোষ্টেলে পিছনে দেয়ালে একঝাঁক তরুণ-তরুণীদের হাতে রং-তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছে অন্যায়-অবিচার, দুর্নীতি, বৈষম্যহীনতার বিরোধ চিত্র। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেয়ালে ফুটিয়ে তুলছে দেশের মানচিত্র আর লাল সবুজের পতাকাকে। এবং পাহাড়ে বঞ্চনার, কথার কথায় বুলিং ও দুঃখ-কষ্টের কথা চিত্রগুলো দেয়ালে আঁকছেন তাঁরা।

প্রতিবাদী কন্ঠে দেয়ালে গ্রাফিতি অংকন অংশগ্রহণে শিক্ষার্থীরা জানান, থানচি সদরে বিভিন্ন স্থানে দেয়ালে দেয়ালে আমরা আমাদের মতো করে সাজাব। উপজেলায় প্রতিটি দেয়াল আমরা রঙিন করে সাজাতে চাই। তাই নতুন বাংলাদেশের স্লোগান লিখছি।

অন্যদিকে আদিবাসী তরুণ সমাজের নাম প্রকাশ অনিচ্ছুক কয়েকজন জানান, থানচিতে বিভিন্ন স্থানে দেয়ালকে সুন্দরভাবে সাজাতে এই শিল্পকর্মের কাজগুলো চলছে। নান্দনিকভাবে দেয়ালগুলো রাঙানো হচ্ছে। রং-তুলির দিয়ে দেয়াল রাঙানোর জন্য বিভিন্ন স্কুল ও কলেজে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন।

তারা আরো জানান, গত ৫ আগস্টে ছাত্র-জনতা আন্দোলনের মাধ্যমে দেশের স্বৈরাচারী শাসনের পতন হওয়ার পর থেকেই শিক্ষার্থী-নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছে। থানচি সদরে বিভিন্ন স্থানে দেয়ালে দেয়ালে ছাত্র-জনতা আন্দোলন, পাহাড় ও সমতলে সম্মান অধিকার’সহ পাহাড়ে বঞ্চনার, নির্যাতন এবং দুঃখ-কষ্টের কথা চিত্রগুলো ফুটিয়ে তুলে ধরা চেষ্টার করেছে। এই দেয়াল লিখন ও গ্রাফিতি কর্মসূচির তরুণ সমাজ নিজেরাই হাতে নিয়েছি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ