
চিংথোয়াই অং মার্মা, থানচি (বান্দরবান): চলতি বর্ষা মৌসুমের গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে বান্দরবানের থানচিতে পাহাড় ধসের মাটিচাপা পড়ে এক যুবক গুরুতর আহত হয়েছে।
এ ঘটনায় পরিবারটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে থানচির দুর্গম তিন্দু ইউনিয়নের বাজার এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এ ঘটনায় বাসিন্দা রেদাকশে মারমা এর ছেলে চশৈনু মারমা (৩৮) নামে এক যুবক গুরুতর আহত হয়।
পাহাড় ধসের কারণে একটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তথ্য নিশ্চিত করেছেন ইউপির চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা।
জানা গেছে, টানা বৃষ্টিপাতের কারণে থানচির দুর্গম তিন্দু ইউনিয়নের বাজার এলাকায় রান্না ঘরে পাহাড় ধসের মাটিচাপা পড়ে এক যুবক গুরুতর আহত হন। গুরুতর আহত চশৈনু মারমা (৩৮)-কে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা জানান, তিন্দু বাজারে পাহাড় ধসের রান্না ঘরে উপরে মাটিচাপা পড়ে চশৈনু মারমা নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। এখন থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল জানান, ওখানকার জনপ্রতিনিধি মাধ্যমে খবর জেনেছি। পাহাড় ধসের মাটিচাপা পড়ে গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।