মঙ্গলবার, ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

থানচিতে পুলিশি সেবা সচল করতে সহযোগিতা করা হচ্ছে: বিজিবি

থানচি (বান্দরবান) প্রতিনিধি : বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) সদস্যদের সর্বাত্মক নিরাপত্তায় বান্দরবানে থানচিতে থানার সেবা কার্যক্রম সীমিত পরিসরে শুরু হয়েছে। থানার পুলিশের পুরোপুরি সচল করতে কিছুটা সময় লাগবে।

থানার পুলিশের সেবা কার্যক্রম পুরোদমে সচল করতে বিজিবি’র ও সেনাবাহিনীর পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তৈমুর হাসান খাঁন।

সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে পুলিশের উপর বিক্ষুব্ধ জনতা থানা ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগ চালায়।

এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তাহীনতায় সারাদেশে পুলিশ সদস্যরা ১১ দফা দাবিতে কর্মবিরতি পালন করে আসছিলেন। এমতাবস্থায় জনপদের শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে চলতি মাসের গত রবিবার থেকে বিজিবি’র ও সেনাবাহিনীর সর্বাত্মক নিরাপত্তায় বান্দরবানে থানচি থানার সেবা কার্যক্রম সীমিত পরিসরে সচল হতে শুরু হয়েছে।

এ বিষয়ে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) পরিচালক ও অধিনায়ক মোহাম্মদ তৈমুর হাসান খাঁন জানান, দেশের চলমান পরিস্থিতিতে সাধারণ জনগণের পাশে বিজিবি ও সেনা বাহিনীর সদস্যরা রয়েছেন। বিজিবি’র সর্বাত্মক নিরাপত্তায় থানচি থানার পুলিশের সেবা কার্যক্রম পুরোদমে সচল করতে কাজ চলছে।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তৈমুর হাসান খাঁন আরো জানান, ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারকে উৎখাতের পর সীমান্তবর্তী এলাকা জননিরাপত্তা জোরদার করেছে বিজিবি। জনপদের শান্তিশৃঙ্খলা স্থিতিশীল রাখতে থানচি থানাসহ উপজেলার জনমানুষের জানমালের রক্ষায়, সরকারি সম্পদ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি’র মোতায়েন করা হয়। এই উপজেলায় গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে জনস্বার্থে বিজিবি সদস্যরা পাহারায় রয়েছেন।

তিনি আরো জানান, দেশের চলমান পরিস্থিতিতে যদিও এই উপজেলায় ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগ করা না হলেও সারাদেশে ছড়িয়ে পড়া আতঙ্ক ও ১১ দফা দাবিতে পুলিশ সদস্যরা কর্মবিরতি পালন করেন। এখন বিজিবি’র ও সেনাবাহিনীর সর্বাত্মক নিরাপত্তায় থানচি থানার পুলিশের সেবা কার্যক্রম সচল হতে শুরু করেছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ