মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

থানচিতে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সেনারা

চিংথোয়াই অং মার্মা, থানচি (বান্দরবান) : পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে বান্দরবানের থানচিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা।

বৃহস্পতিবার সকাল ১০টায় থানচি এলাকায় কেন্দ্রীয় হরি মন্দির, বলিপাড়া ইউনিয়নের বলিপাড়া হরি মন্দিরে আয়োজিত পূজামণ্ডপ পরিদর্শন করা হয়। মন্দিরে পরিদর্শনে সময়ে সেনা সাবজোন অধিনায়ক পূজামণ্ডপের সকলের সাথে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিচালনা কমিটির নিকট শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।

পরিদর্শনের শেষে বাকলাইপারা সেনা সাবজোনের অধিনায়ক মেজর মহেববুল্লাহ্ সাদী বলেন, ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আওতাধীন এলাকায় বাঙালি, পাহাড়ি ও মুসলমান ছাড়াও সনাতন ধর্মালম্বী হিন্দু, বৌদ্ধ ও বিভিন্ন ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী বসবাস করছেন। সাধারণ জনগণের মধ্যে অসাম্প্রদায়িক মনোভাব তৈরিতে ১৬ ইস্ট বেঙ্গল সর্বদাই সচেষ্ট থাকে।

তিনি আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে অব্যহত রাখার জন্য প্রতিনিয়ত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপারেশন বাস্তবায়নের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর, ২৪ পদাতিক ডিভিশনের বিভিন্ন রিজিয়নের অধীনে থেকে জোন, ইউনিট সমূহ তাদের দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক উন্নয়নের জন্য বেসামরিক প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় রেখে কাজ করে যাচ্ছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ