
চিংথোয়াই অং মার্মা, থানচি: বান্দরবানের থানচিতে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও’র মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সালের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কার্যালয় অফিস কক্ষে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন নবাগত ইউএনও। এরআগে তিনি রাজশাহী বিভাগের (রাজস্ব শাখা) সিনিয়র সহকারী কমিশনার দায়িত্বে ছিলেন। ফ্যাসিস্ট সরকার পতনে পর তাঁকে পদায়নের নিয়োগ দিয়ে থানচি উপজেলা নতুন নির্বাহী কর্মকর্তা ইউএনও’র হিসেবে দায়িত্ব দেয়ার হয়েছে।
সাংবাদিকদের সাথে মতবিনিময় সাক্ষাৎকালে নবাগত ইউএনও’র মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল বলেছেন– আমি সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে চাই। জনগন যেন কাঙ্খিত সেবা পান সর্বোচ্চ চেষ্টা করবো। এলাকার স্বার্থে পরিষদের সকল দপ্তরের কার্যক্রম উন্নয়নমূলক কর্মকাণ্ডের ইতিবাচক ঘটেন। আশা করি সকলের সহযোগিতায় থানচি উপজেলা পরিষদ একটি জনবান্ধব উপজেলা হিসেবে পরিচিতি পাবে।
নবাগত ইউএনও’র মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল তিনি আরো বলেন, সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক ও সমাজের দর্পণ। সমাজের নানা অসঙ্গতি এবং অনিয়ম-দুর্নীতির, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো সমাজের সামনে তুলে ধরাই তাদের কাজ। আমি থানচি উপজেলায় ভালো কিছু করতে চাই। তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় ইতিবাচকভাবে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম), সহ-সভাপতি র্্যামবো ত্রিপুরা, সাধারণ সম্পাদক চহ্লামং মারমা, কোষাধ্যক্ষ চিংথোয়াই অং মার্মা প্রমূখ। এছাড়াও নির্বাহী সদস্য হিমংপ্রু মারমা, নির্বাহী সদস্য মথি ত্রিপুরা উপস্থিত ছিলেন।