
চিংথোয়াই অং মার্মা, থানচি (বান্দরবান): উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাকিব হাসান চৌধুরী বলেছেন, যেখানে শিক্ষা, স্বাস্থ্য ও গ্রামীন অবকাঠামোগত এবং মৌলিক অধিকারের অন্যান্য সংকটাপন্ন অবস্থায় সেখানেই গুরুত্ব দিয়ে সংশ্লিষ্টদের দপ্তরে নিরলসভাবে কাজ করবেন এবং উপজেলার দুর্গম এলাকায় গ্রামীন জনগোষ্ঠীর তাদের জীবনমান উন্নয়নের কাজ করার বদ্ধপরিকর ।
বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদের মিলনায়তনে হলরুমে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাকিব হাসান চৌধুরী সভাপতিত্বের বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানার অফিসার নাছির উদ্দিন মজুমদার, উপজেলা প্রকৌশলী অফিসার মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মসফিকুল রহমান প্রমুখ। এছাড়াও থানচি প্রেসক্লাবের সাংবাদিক, ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।