রবিবার, ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

থানচির দর্শনীয় স্থানের নাম ঐতিহ্যের সঙ্গে মিল রেখে রাখার দাবি

চিংথোয়াই অং মার্মা, থানচি (বান্দরবান): বান্দরবানের থানচিতে ডিম পাহাড় থেকে শুরু করে নাফাখুম, বড় পাথর, সাতভাই খুম, আন্ধারমানিক ইত্যাদি ঝর্ণা-ঝিরি, বিভিন্ন স্থান, এলাকার নামসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এবং সেরা দর্শনীয় স্থানের নাম ওখানকার জীববৈচিত্র্যের ঐতিহাসিক বাস্তবতার সাথে মিল না রেখে বিকৃত নাম রাখা হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। এতে দর্শনীয় স্থানগুলোর ওই এলাকার সংস্কৃতি ও ঐতিহ্য বহন করে সেসব নামগুলো হারিয়ে যাচ্ছে।

তাইছৈ কেন থানচি? ক্রাউমক্যাহ টং কেন ডিম পাহাড়? বংড ক্যহলুং কেন বড় পাথর? ইত্যাদি গুরুত্বপূর্ণ স্থান ও দর্শনীয় স্থানের নামগুলোতে ঐতিহ্যের নাম না রেখে বিক্রিত নাম রাখার হয় কেন? উপজেলার বিভিন্ন সময়ে পর্যটন শিল্পের খাতের উন্নয়নে দর্শনীয় স্থানগুলোতে এলাকার মানুষের সংস্কৃতি ও ঐতিহ্যের নাম রাখার দাবি জানিয়েছে আসছেন সচেতনমহল।

স্থানীয় সচেতনমহল বলেছেন, পর্যটন স্পটের নামগুলোসহ সকল পর্যায়ে বিক্রিত নাম না রেখে স্থানীয়দের সংস্কৃতি ও ঐতিহ্যের নামের নামকরণ সর্বোচ্চ অধিকার দিতে হবে। পর্যটন স্পটের নামগুলোতে ওখানকার এলাকার স্থানীয় সচেতনমহলে সাথে পরামর্শের ভিত্তেতে জীববৈচিত্র্যের সংস্কৃতি ও ঐতিহ্যের নাম রাখার দাবির তাদের। পর্যটন শিল্পের পর্যটনগুলোতে ইচ্ছে মতো নাম না দিয়ে এলাকার মানুষের সংস্কৃতি ও ঐতিহ্যের নামের নামকরণ উচিত। পর্যটনসহ উপজেলার যে সকল নাম বিকৃত করা হচ্ছে সেগুলো সরকারিভাবে স্থানীয়দের সংস্কৃতি ও ঐতিহ্যের নামকরণ করার দাবি।

এদিকে বান্দরবানের সেরা দর্শনীয় স্থানের পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় ও পছন্দের একটি উপজেলা হচ্ছে থানচি। এই উপজেলাটি জেলা শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত। এটি শুধু বিশেষত্ব দর্শনীয়তার হিসেবেই নয়, বাংলাদেশের সেরা দর্শনীয় স্থানগুলোর পর্যটন হিসেবেও জনপ্রিয়তা লাভ করেছে থানচি। এই উপজেলা জুড়ে যে সকল পর্যটন শিল্পের খাতের উন্নয়নে পর্যটন স্পটের নামগুলোতে সরকারি গ্রেজেটে স্থানীয়দের সংস্কৃতি ও ঐতিহ্যের নামের নামকরণে দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।

থানচির সচেতন ও কবির উমংসিং মারমা বলেন, স্থানীয়দের সংস্কৃতি ও ঐতিহ্যের নামগুলো মুছে গেলে, জাতির সংস্কৃতি বিলুপ্ত হয়। বংড ক্যহলুং যেমন বড় পাথর নামকরণ হয়ে গেলে সেখানকার বসবাসরত মানুষের জীববৈচিত্র্য ও সংস্কৃতির জন্য হুমকি ঘটবে। এবং ক্রাউমক্যাহ টং হয় ডিম পাহাড় সেটি সংস্কারের থানচিকে তাইছৈ, রিঝুক ঝর্ণাকে রি স্বং স্বং নামকরণেসহ সকল পর্যটন স্পটগুলোতে ওখানকার সংস্কৃতি ও ঐতিহ্যের নামকরণে দাবির জানান তিনি।

থানচি সদরে ইউপির সাবেক চেয়ারম্যান উবামং মারমা জানান, থানচিতে বিভিন্ন স্থানের পর্যটন স্পটগুলোতে ওই এলাকার জীববৈচিত্র্যের ঐতিহ্যের নামে নামকরণে উচিত। যে সকল পর্যটনের বিকৃত নামে না ডেকে সকলে সচেতনতা বৃদ্ধির গড়ার প্রত্যয়ে ওখানকার ঐতিহ্যের নামকরণেসহ সেই নামের ডাকি কিংবা লিখি।

অন্যদিকে পরিবেশবাদী যুব সংগঠন (গ্রীন ভয়েস) এর পার্বত্য চট্টগ্রামে প্রধান সমন্বয়ক সাচিনু মারমা জানান, পাহাড়, প্রকৃতি ও জীববৈচিত্র্য পাহাড়ের মানুষেরা আদিকাল থেকেই সংরক্ষণ করে এসেছে। ফলে পাহাড়ি জনপদ, পর্যটন শিল্প ও সংরক্ষণ স্থানীয়দের ঐতিহ্যের সংস্কৃতি বহন করে। এতে পরিবেশগতভাবে স্থানীয়রা পর্যটন স্পষ্টগুলো নামকরণ করে থাকে। তাই পাহাড়ি জনগোষ্ঠীর সাথে আলোচনা করে পর্যটন স্পষ্টগুলো নামকরণ করার জন্য জোর দাবি জানান তিনি।

থানচি নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আছিম উদ্দীন মিয়া বলেন, পর্যটন শিল্পের খাতের পর্যটন ব্যবসায় ধসের কারণে শতাধিক গাইডসহ হোটেল-রেস্টুরেন্টের কর্মসংস্থার শূন্য হয়ে পড়েছে। পর্যটন স্পটগুলোতে ওখানকার জীববৈচিত্র্যের সংস্কৃতি ও ঐতিহ্যের নামকরণে ব্যাপারে মাসিক সমন্বয় সভায় উত্থাপন করার হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ