
এম, নুরুল আলম সরকার, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী গ্ৰাম দক্ষিণ লক্ষীপুর।
পৃথিবীর বিভিন্ন দেশে থাকা এই গ্ৰামের রেমিট্যান্স যোদ্ধা ও যুবসমাজ মিলে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সেবা করার লক্ষ্যে গড়ে তোলেন সম্পূর্ণ অরাজনৈতিক সেবামূলক সংগঠন দক্ষিণ লক্ষীপুর আল সুন্নাহ সামাজিক সংগঠন।
সংগঠনের সদস্যরা বলেন, সমাজের গরিব, দুঃখী, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে আমাদের সংগঠনের মূল লক্ষ্য, তাছাড়া স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া যেসকল শিক্ষার্থী টাকার অভাবে লেখাপড়া করতে পারছে না আমরা সংগঠনের পক্ষ থেকে তাদের লেখাপড়ার দায়িত্ব নিব ইনশাআল্লাহ। আমাদের গ্ৰামের অতি গুরুত্বপূর্ণ রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হলে আমাদের সংগঠনের নিজস্ব অর্থায়নে সংস্কারের উদ্যোগ নিব। তারই ধারাবাহিকতায় চতুর্থ বারের মতো দক্ষিণ লক্ষীপুর আল সুন্নাহ সামাজিক সংগঠনের উদ্যোগে তিনটি অসহায় পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
প্রতিটি পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। নুরে মদিনা জামে মসজিদের ইমামের থাকার জন্য একটি খাটের ব্যবস্থা করা হয়। পাশাপাশি দক্ষিণ লক্ষীপুর আশ্রাফ উদ্দিন মাষ্টার প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের ও পুরাতন ঈদগাহ ময়দানের মুসল্লিদের বিশুদ্ধ পানির জন্য একটি টিউবওয়েল স্থাপন করে দেয়া হয়।
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাইশমৌজার মুরুব্বি ও সমাজসেবক, সাবেক সরকারি কর্মকর্তা আলাউদ্দিন খান আলম, বিশিষ্ট সমাজসেবক ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ উদ্দিন, নিয়ামত উল্লাহ শিকদার, মো. মোহন মিয়া, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. জসীম উদ্দিন সামাদসহ দক্ষিণ লক্ষীপুর আল সুন্নাহ সামাজিক সংগঠনের বেশ কয়েকজন কার্যকরী সদস্য উপস্থিত ছিলেন।
পরিশেষে দক্ষিণ লক্ষীপুর আল সুন্নাহ সামাজিক সংগঠনের সকল সম্মানিত সদস্যবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা সারোয়ার আহমেদ।