
খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে আহত স্কুল শিক্ষক নুর ইসলাম (৪৫) মারা গেছেন।
শুক্রবার বেলা ২টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন তার পরিবার ও স্থানীয় ইউপি সদস্য মামুনুর রশিদ।
তিনি উপজেলার লোকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক(গণিত) হিসেবে কর্মরত ছিলেন। স্বাধীন বিএসসি নামে তিনি এলাকায় পরিচিত।
তিনি উপজেলার শালখুরিয়া ইউনিয়নের সোতারপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। গত রোববার বিকেলে সড়ক দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।












