বুধবার, ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

দিনাজপুরের বিয়ের অনুষ্ঠানে মদ্যপান, কুয়াতে ডুবে নারীসহ ২ জনের মৃত্যু

খাঁন মো. আ, মজিদ, দিনাজপুর : দিনাজপুরের নবাবগঞ্জে এক বিয়ের অনুষ্ঠানে চোলাই মদ্যপান করে নেশাগ্রস্ত অবস্থায় কুয়াতে ডুবে নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। মৃত ওই নারীর পাশ থেকে দেশীয় চোলাই মদের বোতল উদ্ধার করা হয়। পানি ভর্তি কুয়াতে মৃত্যু হয় দুইজনের।

মঙ্গলবার দুপুরে উপজেলার কুশদহ ইউনিয়নের মাল ভবানী টাটক পাড়া গ্রামের একটি কুপ থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃতদের মধ্যে একজনের নাম সিরাজুল হক (৫৫)। তিনি উপজেলার কুশদহ ইউনিয়নের খালিদপুর গ্রামের পেশকার আলীর ছেলে।

অন্যজন, রংপুর মিঠাপুকুর এলাকার চকগোপাল সরকার পাড়া গ্রামের শুকু পাহানের স্ত্রী শারতী পাহান (৬০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাতে কুশদহ ইউনিয়নের মালভবানি টাটকপুর এলাকার এক আদিবাসীর মেয়ের বিয়ের আয়োজন চলছিল। অনুষ্ঠানে পাশের বাড়ির খুলির ধারে রাতের অন্ধকারে মদ্যপান করেন কয়েকজন। নেশাগ্রস্ত অবস্থায় ওই স্থানে থাকা একটি পরিত্যক্ত পানি ভর্তি কুয়ায় তাদের দুইজন পড়ে যান।

পাশের বাড়িতে থাকা এক নারী তাদের কুয়াতে পড়ার শব্দ শুনে স্থানীয়দের খবর দেন কিন্তু তাদের তখন উদ্ধার করা সম্ভব হয়নি। অবশেষে মঙ্গলবার দুপুরে পুলিশ ওই দুজনের মরদেহ উদ্ধার করেন।

নবাবগঞ্জের আফতাব পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল সাত্তার জানান, উভয়ের পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ