খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তনের সিদ্ধান্তের অংশ হিসেবে দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে ‘দিনাজপুর মেডিকেল কলেজ’ রাখা হয়েছে।
এই সিদ্ধান্তের মাধ্যমে এখন থেকে কলেজটি এলাকাভিত্তিক নামেই পরিচিতি লাভ করবে।
বুধবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
নতুন নামকরণ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সরকারি এই সিদ্ধান্তের পেছনে মূল উদ্দেশ্য হলো মেডিকেল কলেজগুলোর সঙ্গে সংশ্লিষ্ট এলাকার নাম যুক্ত করে প্রতিষ্ঠানগুলোর পরিচয় আরও সুপ্রতিষ্ঠিত করা। দেশের চিকিৎসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এবং জনগণের সাথে কলেজগুলোর আরো নিবিড় সংযোগ স্থাপনে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে।
দিনাজপুরবাসীসহ স্থানীয়দের কাছে কলেজটির নতুন নামকরণ ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। দিনাজপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের মধ্যে এই নামকরণের পর নতুন উদ্যম সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, দিনাজপুর মেডিকেল কলেজসহ আরও পাঁচটি মেডিকেল কলেজের নামও সংশ্লিষ্ট জেলার নামে নামকরণ করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।