
খাঁন মো. আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের ১০ মাইল মহাসড়কে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এক যুবক চলন্ত ট্রাকের সামনে হঠাৎ ঝাঁপিয়ে পড়েন এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
রোববার স্থানীয় দোকানদার ও প্রত্যক্ষদর্শীরা জানান, যুবকটি ইচ্ছাকৃতভাবে তার মাথা চলন্ত ট্রাকের নিচে ঢুকিয়ে দেন। ঘটনাটি মুহূর্তেই চারদিকে শোকের ছায়া নামিয়ে আনে।
তদন্তে জানা যায়, মৃত যুবকটি ঠাকুরগাঁও রোড এলাকার বাসিন্দা। এলাকাবাসী সূত্রে জানা যায়, তিনি নাকি পারিবারিক রাগে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন এবং এরপরই এই চরম সিদ্ধান্ত নেন।
এমন মর্মান্তিক ঘটনার পর স্থানীয়রা নিজেদের সন্তানদের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বার্তায় বলা হচ্ছে, “সবাই নিজের ছেলের খবর নিন…” যেন এমন দুর্ঘটনা আর না ঘটে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে এবং প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শুরু করেছে।