
খাঁন মো. আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরে চালানো বিশেষ অভিযানে এক রাতেই ৭০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ‘ডেভিলহান্ট’ নামে পরিচিত এই অভিযানে আটক হওয়াদের মধ্যে রয়েছেন গাইবান্ধা সদর-২ আসনের সাবেক সংসদ সদস্যও।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দিনাজপুরের বিভিন্ন এলাকায় সমন্বিতভাবে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের লক্ষ্য ছিল অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত চক্রগুলোকে ধরিয়ে আনা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, আটককৃতদের অনেকেই দীর্ঘদিন ধরে নাশকতা, মাদক ব্যবসা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানায়, এত বড় পরিসরে এক রাতেই এতো জনের গ্রেপ্তার এই প্রথম। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, অভিযান চলবে আরও কিছুদিন।