মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

দিনাজপুরে পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুরে নবাগত পুলিশ সুপার নাজমুল হাসানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের সঙ্গে পরিচয় পর্ব শেষে প্রধান অতিথির বক্তব্যে এসপি নাজমুল হাসান বলেন, মানুষ যেকোনো রাজনৈতিক মতাদর্শের হোক, ব্যবসায়ী হোক, সাধারণ মানুষ হোক, এমনকি কোনো অপরাধী হোক না কেন সর্বাগ্রে আমাদের মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। কোনো মানুষ যেন বৈষম্যের শিকার না হয়। মানুষ যখন কোনো বৈষম্যের শিকার হবে তখন সে মন থেকেই বৈষম্যের বিরুদ্ধে কাজ করতে পারবে।

তিনি বলেন, আমি যেকোনো অপরাধ নির্মূলে আপনাদের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। আমাদের কাজে কোনো ব্যত্যয় ঘটলে সাংবাদিকরা যেন অবগত করেন এবং পুলিশের দ্বারা কেউ যেন হয়রানির শিকার না হয় সেদিকে নজর রাখতে হবে।

এসময় দিনাজপুর দুই প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সকল সাংবাদিক, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস মো. আনোয়ার হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্নাহ আল মামুনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ