
খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর : দিনাজপুরের নবাবগঞ্জে মাঠে কাজ করার সময় বজ্রপাতে ইব্রাহিম (১৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা গোলাম উদ্দিন (৪৫) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের মালদহ গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ও তার বাবা গোলাম উদ্দিন ওই এলাকার স্থানীয় বাসিন্দ।
স্থানীয় দাউদপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের বরাত দিয়ে চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবারও সকালে বাবার সঙ্গে মাঠে কাজ করতে যায় ইব্রাহিম। দুপুরের দিকে হঠাৎ করে বিকট শব্দে মাঠে বজ্রপাত ঘটে। এতে বাবা ও ছেলে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে দাউদপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক ছেলে ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। আহত বাবা গোলাম উদ্দিনকে সেখানেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানতে চাইলে স্থানীয় দাউদপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, দুপুরের দিকে বজ্রপাতে ইব্রাহিম নামের এক তরুণের মৃত্যু হয়েছে। নিহতের বাবা গোলাম উদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিজ বাড়িতে ফেরত পাঠানো হয়েছে।
আপত্তি না থাকায় পরিবারের কাছে ইব্রাহিমের মরদেহ হস্তান্তর করা হয়েছে।












