শুক্রবার, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে বাড়ছে শীত, তাপমাত্রা ১১ ডিগ্রি

খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরে তাপমাত্রার পারদ আবারও গড়িয়ে ১১.৯ সেলসিয়াসে এসে ঠেকেছে।

দেশের শীতলতম জনপদে পরিণত হয়েছে শহরটি। ভোরের আকাশে আলো ছড়ানোর আগেই কুয়াশার ঘুর্ণায়মান চাদরে ঢাকা পড়ছে মাঠ–ঘাট, সড়ক–জনপদ।

রাত যত গভীর হয়, কুয়াশা ততই যেন তার রাজত্ব বিস্তার করে। হিমেল বাতাসের ধারালো ঠান্ডা আর কুয়াশার দমবন্ধ করা ঘনত্ব মিলে সৃষ্টি করেছে শীতের এক কাঁপন ধরানো পরিবেশ।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৬টায় দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৯ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুর জেলা আবহাওয়া অফিস ইনচার্জ তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, জেলায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তাপ বাড়ছে। তবে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত পুরো জেলায় রয়েছে ঘন কুয়াশা। ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে।

অটোরিকশাচালক আবেদ আলী বলেন, গত সপ্তাহ থেকে যে পরিমাণ ঠান্ডা বাতাস বইছে, তাতে মানুষ বাড়ি থেকে কম বের হয়। এ জন্য ভাড়া কমে গেছে।

ট্রাকচালক তাহের ইসলাম বলেন, গত কয়েক দিন ধরে কুয়াশা ও ঠান্ডা বেশি করছে। এতে আমাদের গাড়ি চালাতে সমস্যা হচ্ছে এবং গন্তব্যে পৌঁছাতে বেশি সময় লাগছে।

দিনাজপুর জেলা আবহাওয়া অফিস ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, সোমবার সকাল ৬টায় দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় এ জেলায় বাতাসের গড় গতিবেগ ছিল ঘণ্টায় ৪ কিলোমিটার।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ