খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুরের সদরে বাসের ধাক্কায় ইজিবাইক ‘চিড়েচ্যাপটা’ হয়ে এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার ইসলামী ব্যাংক কমউনিটি হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইজিবাইক চালক সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের নেসার মোহাম্মদের ছেলে ফখরুল ইসলাম।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. ফরিদ হোসেন জানান, দুপুর আড়াইটার দিকে দিনাজপুর থেকে হানিফ পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। বাসটি দিনাজপুর শহরের ইসলামী হাসপাতালে সামনে পৌঁছালে একটি ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ইজিবাইক চালক নিহত এবং আহত হন দুজন। তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর বাসচালক ও স্টাফরা পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত বাসটি কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।