বুধবার, ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

দিনাজপুরে মুঠোফোন চুরির সন্দেহে শিশুকে বস্তাবন্দী নদীতে নিক্ষেপ

খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলায় মুঠোফোন চুরির সন্দেহে এক শিশুকে মারধর করে বস্তাবন্দী করার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার বেলা ১টার দিকে উপজেলার শশরা ইউনিয়নের সাহেবগঞ্জ হাটের পশ্চিমে গাবুড়া নদীর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে।

আটক ব্যক্তিরা হলেন দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নের আইহাই গ্রামের খাদিমুল ইসলাম (৩৮) ও তার ভাতিজা নুর হাবীব নয়ন (২০)। মারধরের শিকার শিশুটির (১৪) বাড়ি একই এলাকায়। সে পড়ালেখার পাশাপাশি রাজমিস্ত্রির জোগালির কাজ করে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার বেলা ১টার দিকে গাবুড়া নদীর পাড়ে দুই ব্যক্তিকে একটি শিশুকে মারধর করতে দেখা যায়। পরে শিশুটিকে একটি চটের বস্তায় ঢুকিয়ে মুখ বন্ধ করে নদীতে ফেলে দেন তারা। বিষয়টি দেখে আবদুল জব্বার নামের এক ব্যক্তি চিৎকার করলে লোকজন এসে শিশুটিকে উদ্ধার করেন। এ সময় ওই দুই ব্যক্তিকে ধরে মারধর করা হয়। পরে ৯৯৯–এ ফোন পেয়ে বেলা ২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করে।

শিশুটির বাবা বলেন, গত শনিবার সন্ধ্যায় কমলপুর বাজারের একটি মুদিদোকান থেকে নুর হাবীবের একটি স্মার্টফোন হারিয়ে যায়। ওই সময় তার ছেলে ওই দোকানে গিয়েছিল। পরে মুঠোফোন চুরির বিষয়ে তার ছেলেকে সন্দেহ করা হয়। কিন্তু সে বিষয়টি অস্বীকার করে। বুধবার বেলা ১১টায় তার ছেলে টেম্পোতে করে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ছালাপুকুর এলাকায় নয়ন ও তার চাচা খাদিমুল তার ছেলের পথ রোধ করেন। পরে তার ছেলেকে টেম্পো থেকে নামিয়ে মোটরসাইকেলে তুলে নেন তারা। বিভিন্ন এলাকা ঘুরে তারা তার ছেলেকে নিয়ে যান নদীর ঘাটে। সেখানে তাকে মারধর করে বস্তাবন্দী করে নদীতে ফেলে দেন।

এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, মুঠোফোন চুরির সন্দেহে শিশুটিকে মারধর করে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে তাকে উদ্ধার করেছেন। বর্তমানে শিশুটি সুস্থ আছে।

ওসি জানান, অভিযুক্ত দুই ব্যক্তিকে স্থানীয় বাসিন্দারা মারধর করেছেন। হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের থানাহাজতে রাখা হয়েছে। এ ঘটনায় শিশুটিকে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে। তিনি জানান, আটক খাদিমুলের নামে মাদকের মামলা আছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ