বুধবার, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

দিনাজপুরে সাবেক এমপি শিবলী সাদিকসহ ১৩৩ জনের নামে মামলা

খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর : দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শিবলী সাদিকসহ ১৩৩ জনের নামে দিনাজপুরের বিরামপুর থানায় নাশকতা, লুট ও ভাঙচুরের অভিযোগে। মামলায় আরও ৬০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বিরামপুর থানার ভা্রপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক সুব্রত কুমার সরকার মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেন।

ভা্রপ্রাপ্ত কর্মকর্তা বলেন, সোমবার (৯ সেপ্টেম্বর) বিরামপুর উপজেলার দক্ষিণ মকুন্দপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. গোলাপ হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

এ নিয়ে শিবলী সাদিকের বিরুদ্ধে বিরামপুর, হাকিমপুর ও নবাবগঞ্জ থানায় দুটি হত্যাসহ তিনটি মামলা হয়েছে।

সর্বশেষ মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন বিরামপুর পৌরসভার সাবেক মেয়র মো. আক্কাস আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌরসভার সাবেক মেয়র মো. লিয়াকত আলী টুটুল, ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল, ইউপি চেয়ারম্যান মো. রবিউল ইসলাম প্রমুখ।

এ ছাড়া বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ ১৩৩ জমের নাম এজাহারে আসামি হিসেবে উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আরও ৬০০ জনকে আসামি করা হয়েছে।

বাদী এজাহারে অভিযোগ করেন, গত ৫ আগস্ট দুপুর আড়াইটায় বিরামপুর পৌর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহরের ঢাকা মোড় নামক স্থান থেকে সরকারি কলেজ মোড় পর্যন্ত বিপুল সংখ্যক প্রতিবাদী জনতা বিক্ষোভ দেখাতে থাকে।

এ সময়ে অতর্কিতভাবে ঘটনাস্থলে আসামিরা উপস্থিত হয়ে অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায় আন্দোলনকারীদের ওপর। সাবেক সংসদ শিবলী সাদিকের হুকুমে আন্দোলনকারীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে তাদের আহত করে।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আবুল কালাম আজাদ জানান, বাদীর কাছে থাকা আলামত সংগ্রহ করা হয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ