
খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ এর বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কোতয়ালী থানাধীন শংকরপুর ইউনিয়নের মোহনপুর ব্রিজ টোলপ্লাজা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটককরা মাদক কারবারিরা হলেন— কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রামের মৃত আ. রহিম ছেলে মো. স্বপন (৩৩) ও কুমিল্লা জেলার মুরাদনগর থানার সাতমোড়া গ্রামের মো. বাদল (২৯)।
বুধবার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এ সময় ধৃত আসামিদের ব্যবহৃত ট্রাক তল্লাশি করে ট্রাকের সামনের ছাদ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ছয় চাকা বিশিষ্ট ট্রাকটিও জব্দ করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।