
খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর: নানা প্রতিবন্ধকতায় পিছিয়ে পড়েছে উত্তরের জেলা দিনাজপুর পৌরসভার উন্নয়ন কার্যক্রম। তাই জেলার উন্নয়নে দিনাজপুর পৌরসভা ও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পেমব্রোক পার্ক টাউন সিটি মেয়র পর্যায়ে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর জেলা প্রশাসকের মিলনায়তনে এই সিস্টার সিটি চুক্তি স্বাক্ষর হয়। এর মধ্য দিয়ে বন্ধুত্ব বৃদ্ধি পাবে এবং দিনাজপুর জেলার উন্নয়নে ভূমিকা রাখবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পেমব্রোক টাউন সিটি।
জেলা প্রশাসক কনফারেন্স রুমে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পৌরসভার পক্ষে পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. রিয়াজউদ্দিন এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা পেমব্রোক পার্ক টাউন এর ভাইস মেয়র মুসফেকা কাসেম স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষরকালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা পেমব্রোক পার্ক টাউনের ভাইস মেয়র মুসফেকা কাসেম বলেন, ‘আমি রাজধানী ঢাকাকে বেছে নিতে পারতাম কিন্তু দিনাজপুর আমার জন্মভূমি। দিনাজপুরের উন্নয়নে পেমব্রোক পার্ক টাউনের মেয়র এবং ভাইস মেয়র এবং কমিশনারবৃন্দ ভূমিকা রাখতে চায়। বন্ধুত্ব সৃষ্টির মাধ্যমে দুদেশের শিক্ষা, সংস্কৃতি অবাধ প্রবাহ থাকবে।’
দাবি করা হচ্ছে: এই চুক্তির মাধ্যমে দিনাজপুর পৌরসভা ও পেমব্রোক পার্ক টাউনের মধ্যে একটি ঐতিহাসিক সেতুবন্ধন তৈরি হবে। যার ফলে দিনাজপুর পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে সহায়তা দেবে ইউএসএ ভিত্তিক এই প্রতিষ্ঠানটি। এখানকার অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষা, চিকিৎসা,পানি নিষ্কাশন, হাইজিনসহ বিভিন্নভাবে কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করবে প্রতিষ্ঠানটি। এটি দিনাজপুরের জন্য একটি মাইলফলক।
এ সময় জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফাত হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি হাবিবুল হাসান, বিএনপির সহসভাপতি খালেকুজ্জামান বাবু,জামায়াতের আমীর আনিসুর রহমান, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আফজাল হোসেন বক্তব্য রাখেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও পৌরসভার কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা পেমব্রোক পার্ক টাউনের ভাইস মেয়র মুসফেকা কাসেম সিমু দিনাজপুরের মেয়ে। তার বাড়ি গণেশতলায়।