শুক্রবার, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল

খাঁন মোঃ আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুর-৩ (সদর) আসনে সংসদ সদস্য প্রার্থী বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

রোববার বিকেল ৫টার দিকে মনোনয়নপত্র জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দেওয়া হয়।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বক্তিয়ার আহমেদ কচি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেন।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র গ্রহণ করেন।

মনোনয়নপত্র জমাদান শেষে জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের কাছে দাবি জানান।

দিনাজপুরবাসী ঐক্যবদ্ধ হয়ে সর্বোচ্চ ভোটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জয় নিশ্চিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বক্তিয়ার আহমেদ কচি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ