মঙ্গলবার, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

দিরাইয়ে অসহায় পরিবারকে সহায়তা দিল সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন

পাবেল হাসান, স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার পুরাতন কর্ণ গাঁও গ্রামে একজন প্রয়াত ব্যক্তির শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্নের জন্য সহায়তা প্রদান করেছে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা টিম। আর্থিক দুরবস্থার কারণে পরিবারের পক্ষে শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন করা সম্ভব হচ্ছিল না।

ফাউন্ডেশনের সদস্য ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় মোট ১৩ হাজার ৮০০ টাকা সংগ্রহ করে শুক্রবার সরাসরি পরিবারের হাতে তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

সংগঠনের টিম লিডার দুর্জয় দত্ত পুরকায়স্থ বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য—এই বিশ্বাস থেকেই আমরা সবাই একত্রিত হয়েছি। প্রয়াত আত্মার শান্তি কামনা করছি এবং পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।”

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের জেলা টিমের সিনিয়র সদস্য অরুণ বৈদ্য অপু, সৌরভ ঘোষ সাগর, টিম লিডার দুর্জয় দত্ত পুরকায়স্থ, সহকারী টিম লিডার উজ্জ্বল চন্দ, টুটুল দাস টিটু, সদস্য লিকছন বর্মন, সাগর দাস নীল, সুব্রত বর্মন, নিরঞ্জন চন্দ্র দে, অনুকূল বর্মন, লোকেশ তালুকদার, সজল বিশ্বাস, স্বপ্নীল চৌধুরী, বিশ্বজিৎ রায় ও স্থানীয় টিমের সদস্যরা। সহায়তা গ্রহণকারী পরিবার সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন—এই অর্থ তাদের শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন করতে বড় সহায়তা হবে।

সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন সমাজের অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে নিয়মিত কাজ করে যাচ্ছে। সংগঠনটি বিভিন্ন সময়ে চিকিৎসা সহায়তা, শিক্ষাবৃত্তি, ত্রাণ বিতরণ ও সামাজিক সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ