
ওয়াসিম কবির, দিরাই (সুনামগঞ্জ): সুনামগঞ্জ -২ দিরাই শাল্লা বিএনপির মনোনীত প্রার্থী মোঃ নাছির উদ্দীন চৌধুরীর পক্ষে ১নং রফিনগর ইউনিয়নে বেগম খালেদা জিয়া আত্মার মাগফিরাত কামনায় বৃহস্পতিবার দোয়া ও উঠান বৈঠকে আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপি প্রার্থী মোঃ নাছির উদ্দীন চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির আলী, যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী মাসুক, হোমায়ুন কবির, ফারুক আহমেদ, আব্দুর রশীদ চৌধুরী, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক রুদ্র মিজান, জুনায়েদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান চৌধুরী ও বিএনপি অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া আত্মার মাগফিরাত কামনা করি এবং আগামী নির্বাচন দিরাই শাল্লা থেকে ধানের শীষ বিজয়ী করে জননেতা নাছির উদ্দীন চৌধুরীকে সংসদে পাঠাতে চাই। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই।
প্রধান অতিথি মোঃ নাছির উদ্দীন চৌধুরী বলেন, ‘আমাকে আপনারা জয় যুক্ত করেন, আমি দিরাই শাল্লার রাস্তা ঘাটসহ সকল উন্নয়ন করব। দিরাই শাল্লাকে উন্নয়নের মডেল রোল হিসেবে তৈরি করব। যৌবন থেকে বৃদ্ধ বয়স পর্যন্তও ৪০টি বছর তোমাদের পাশে আছি, থাকব ইনশাআল্লাহ। আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন।’











