
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলা বিএনপির আওতাধীন চরনারচর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩টায় স্থানীয় শ্যামারচর বাজারে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
দিরাই উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেনের সভাপতিত্বে ও প্রথম যুগ্ম আহবায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, জেলা বিএনপির সদস্য অশোক তালুকদার, দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ূন কবির তালুকদার, উপজেলা বিএনপির সদস্য সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাইয়ূম, আবু সাঈদ চৌধুরী, অ্যাডভোকেট ওবায়দুর রহমান চৌধুরী মিশু, মো. সুমন মিয়া, চরনারচর ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতা আজিজুর রহমান প্রমুখ।