
দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলার তরুণ মিডিয়া কর্মীদের প্রাণের সংগঠন দিরাই সাংবাদিক ইউনিয়নের উদ্দ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। বুধবার দিরাই জালাল সিটিতে ইফতার মাহফিল অনুষ্টিত হয়।
সংগঠনের সভাপতি বদরুজ্জামানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সৈয়দ উমেদ আলী’ ও গণমাধ্যম কর্মী নাইম তালুকদারের যৌত্র সঞ্চালনায় বক্তব্যে রাখেন, সুনামগঞ্জ জেলা জে এস’ডির সাধারন সম্পাদক কমরেড মোজ্জামেল হক, দিরাই উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, জগদল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মখলেছুর রহমান লাল মিয়া, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সর্দার খেজুর, দিরাই জামাতে ইসলামীর উলামা বিভাগের সভাপতি মাওঃ আকবর আলী, দিরাই সরকারী কলেজের বাংলা প্রভাষক রফিকুল ইসলাম তালুকদার, ডি এস, এস, প্রি ক্যাটেট একাডেমীর চেয়ারম্যান শাহ জাহান সিরাজ, সুরমা কলেজের প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক, দিরাই কলেজের প্রভাষক মিজানুর রহমান পারভেজ, সিলেট নাগরিক মঞ্চের সভাপতি সজিব রশীদ চৌধুরী, সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মওদুদ আহমেদ, দিরাই রিপোর্টার ইউনিটি’র সাধারন সম্পাদক মাইদুল ইসলাম সুহাগ,জাতীয় নাগরিক কমিটির দিরাই শাখার আহব্বায়ক উবায়দুল্লাহ তাহমিদ, রাজী মিডিয়া’র সত্তাধীকারি মাওলানা আব্দুল্লাহ রাজী, দৈনিক যায়যায় কালের জেলা প্রতিনিধি পাবেল হাসান প্রমূখ।
বক্তরা তাদের বক্তব্যে বলেন, সাংবাদিকরা হলেন রাষ্টের চার নম্বর স্তম্ভের অধিকারী। সাদা’কে সাদা এবং কালো’কে কালা বলাই হলো সাংবাদিকদের কাজ।আমাদের দিরাই শাল্লায় যেখানে অন্যায় অসংগতি যেখানেই সাংবাদিকদের যদি পদচারণা হয় আমাদের সমাজে শান্তি ফিরিয়ে আসবে। বর্তমান তথ্য প্রযুক্তির ভীরে আমাদের সমাজে সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা করে বেড়াচ্ছেন কিছু অসাধু সংঘের লোকজন। আমরা দেখেছি বিগত সরকারের আমলে প্রকৃত সাংবাদিকরা লাঞ্ছিত বঞ্চিত হয়েছে। কিছু অসাধু প্রকৃতির লোকজন সাংবাদিকতাকে অপব্যবহার করে কাড়ি, কাড়ি অর্থ খামিয়েছেন। তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া অতীব জরুরী মনে করছেন বক্তরা।
পরিশেষে দিরাই সাংবাদিক ইউনিয়নের এ আয়োজনকে স্বাগত জানিয়ে ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকে ধন্যবাদ জানিয়েছেন অতিথি’ বৃন্ধ। উক্ত ইফতার মাহফিলে মহাগ্রন্ত্র আল কোরআন তেলাওয়াত ও মোনাজাত করেন সংগটনের সহসভাপতি আবুল হাসনাত।