
পাবেল হাসান, সুনামগঞ্জ : আসন্ন দিরাই বাজার মহাজন সমিতি এর ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী সমাজে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইতিমধ্যেই বিভিন্ন পদে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন তরুণ ব্যবসায়ী নেতা মোঃ ছদরুল আমিন (বাদশাহ) ব্যবসায়ীদের প্রত্যাশা দিরাই বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা ঐক্য ও উন্নয়নের জন্য একজন তরুণ, সৎ ও কর্মঠ নেতৃত্বের প্রয়োজনীয়তা অনুভব করছিলেন।
ব্যবসায়ী মহলের অনেকেই মনে করছেন, তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে ছদরুল আমিন (বাদশাহ) নির্বাচিত হলে সমিতির কার্যক্রম আরও স্বচ্ছ, গতিশীল ও আধুনিক হবে।
প্রার্থীর বক্তব্য প্রার্থিতা ঘোষণার পর ছদরুল আমিন এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন—এই মহাজন সমিতি কেবল একটি সংগঠন নয়, এটি ব্যবসায়ীদের অধিকার ও স্বার্থরক্ষার প্ল্যাটফর্ম।
আমার লক্ষ্য হবে সবার মাঝে ভ্রাতৃত্ব ও ঐক্য গড়ে তোলা, ব্যবসায়ীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং দিরাই বাজারকে একটি উন্নত মডেল হিসেবে গড়ে তোলা।” তিনি আরও যোগ করেন, “আপনাদের একটুখানি ভালোবাসা, দোয়া ও সমর্থনই আমাকে এগিয়ে নিয়ে যাবে উন্নয়নের পথে।”কর্মজীবন ও সামাজিক ভূমিকা মোঃ ছদরুল আমিন একজন ফুটবল প্রেমিক ও ছোটবেলা থেকেই সামাজিক কাজে সক্রিয় ছিলেন।
এবং বাজারের ব্যবসায়ীদের সমস্যা সমাধান থেকে শুরু করে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি সবসময় সামনে থেকে ভূমিকা রেখেছেন। সততা, পরিশ্রম ও আন্তরিকতার মাধ্যমে তিনি ব্যবসায়ীদের আস্থাভাজন হয়ে উঠেছেন।
ভবিষ্যৎ পরিকল্পনা সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলে তিনি দিরাই বাজার মহাজন সমিতির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি ব্যবসায়ীদের জন্য সহজসুবিধা, উন্নত সেবা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন সাংবাদিক পাবেল হাসানকে ।
দোয়া ও সমর্থন কামনা শেষে তিনি দিরাই বাজারের সকল ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলেন, “আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ছোট ভাই ভাতিজা।
দোয়া ও সমর্থনের মাধ্যমে আমাকে এই দায়িত্ব পালনের সুযোগ দিলে আমি আপনাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।”