
মো. বদরুজ্জামান বদরুল, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্হা দিরাই উপজেলা ও পৌর শাখা কর্তৃক আয়োজিত দিরাই-শাল্লার জলমহাল লুট বন্ধ এবং লুটের সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ২টায় দিরাই থানা পয়েন্টে দিরাই উপজেলা সংস্থার সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে সম্পাদক মুসলেহ উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দিরাই উপজেলা মানবাধিকার সংস্থা বাস্তবায়ন কমিটির সহসভাপতি সজিব রশীদ চৌধুরী, পৌর শাখার সভাপতি হান্নান অর রশিদ, সহসভাপতি রুকনুজ্জামান জহুরী, দিরাই সাংবাদিক ইউনিয়নের সভাপতি বদরুজ্জামান বদরুল , দৈনিক তৃতীয় মাত্রার সুনামগঞ্জ প্রতিনিধি নাইম তালুকদার, রাজী মিডিয়ার স্বত্ত্বাধিকারী আব্দুল্লাহ আল রাজী, গোলাম জিলানী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৮ ফেব্রুয়ারি থেকে কামান বিল লুটের মাধ্যমে শুরু করা হয় বিল লুট। যা পূর্ব পরিকল্পিতভাবেই একের পর এক লুটপাট করতে দেখা যাচ্ছে। একেক দিন একেক জায়গা নির্ধারণ করে সেই বিলেই হানা দিচ্ছে হাজার হাজার মানুষ। যার সাথে জড়িয়ে পড়েছে কিছু উৎসুক জনতা।
স্হানীয় ইজারাদারদের তথ্যমতে, দিরাই-শাল্লার ১১টি বিলের প্রায় ১৫ কোটি টাকার মাছ লুপাট করে নিয়েছে দুর্বৃত্তরা।
সুনামগঞ্জ জেলা প্রশাসক থেকে শুরু করে স্হানীয় প্রাশাসক, প্রশাসন, সেনাবাহিনীর যৌথ পরিচালনায় আটকানো যাচ্ছে না লুপাটকারীদের। প্রশাসন বাধা দিতে গেলেই তাদের উপরেও চড়াও হতে দেখা যাচ্ছে প্রায় সময়ই। এর পিছনে রাজনৈতিক ইন্ধনের পাশাপাশি কিছু কুচক্রি মহলও জড়িত আছে বলে ধারণা করা হচ্ছে। এই লুটতরাজের সাথে জড়িতদের অতি দ্রুত গ্রেফতার এবং কুচক্রী মহলদের আটক করে শাস্তির আওতায় আনার আহ্বান জানান।
এদিকে শনিবার সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) পুলিশ সুপার ( সাময়িক দায়িত্ব) তাপস রঞ্জন ঘোষ শ্যামারচর বাজারের স্হানীয় জনসাধারণদের সাথে মতবিনিময় করেন।
দিরাইয়ের বিভিন্ন জলমহালে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বনজীব সরকারের নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি স্বাধীন দাস, দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সেনাবাহিনীর টহলে লুটপাট ও স্হাপনা ধ্বংশ এড়াতে প্রশাসনিক তৎপরতায় শনিবার সকালে দিরাই উপজেলাধীন রাজানগর ইউনিয়নের আনোয়ারপুর এবং ভাটিপাড়া ইউনিয়নের দত্তগ্রামের এলাকাবাসীদের সাথে নিয়ে সোমা গ্রুপ ফিসারিজ ( নাইন্দা বিল)এলাকাবাসীদের সহযোগিতায় লুটকারীদের প্রতিহত করা হয়েছে।
দিরাই থানা নির্বাহী কর্মকর্তা ম্যাজিস্ট্রেট সনজীব সরকার জানান, প্রশাসনের পাশাপাশি সকলের সহযোগিতা ও সচেতনতাই এই সংকটময় সমস্যার সহজ সমাধান করা সম্ভব হবে ।