বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দুর্গাপুরে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ সেনা ক্যাম্পে

মো. নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কৃষকের ধান ক্ষেতে জোরপূর্বক ধানের চারা রোপণ ও পাশের ক্ষেতের আলু, করলা উঠিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ নেত্রকোনা সেনা ক্যাম্পে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

ঘটনাটি ঘটেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় গাঁওকান্দিয়া ইউনিয়নের ঢালুকান্দা গ্রামে।

এ ব্যাপারে নেত্রকোনা সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন ভূক্তভোগী ঢালুকান্দা গ্রামের মৃত আব্দুল আছিরের ছেলে মো, রেজুয়ান।

সেনা ক্যাম্পে দায়েরকৃত অভিযোগপত্র সাংবাদিকদের কাছে ভুক্তভোগী কৃষক মো. রেজুয়ান ও তার চাচাতো ভাই মো. আব্দুল সাত্তার বলেন, আমাদের পৈতৃক ক্রয়কৃত ৫.৭ একর ধানি জমি আমাদের ভোগদখল থাকাবস্থায় একই ইউনিয়নের ঝাঞ্জাইল গ্রামের এলাকার প্রাভাবশালী মৃত গণি মিয়ার ৬ ছেলে হারুন, শাহিন, শামীম, শাফি, কবির ও রোমানের নির্দেশে ও কুচক্রান্তে অবৈধভাবে জবর-দখল করার পাঁয়তারা করছে।

তারা আরও বলেন, ঢালুকান্দা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে শাহজাহান, তার ভাই আমিরুল ও শ্রীপুর গ্রামের ঝুটন গংরা প্রায় শতাধিক লোকজন নিয়ে ক্ষেতে জোরপূর্বক ধানের চারা রোপণ করে ও ৮ জানুয়ারি প্রায় দুই লক্ষাধিক টাকার আলু, করলা উঠিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। বাড়িতে এসে নারী, শিশুসহ আমার চাচাতো ভাই সাত্তারকে মারধর করে প্রাণনাশের হুমকি দিয়ে যায়। থানায় অভিযোগ করতে গেলে শাহজাদা, আমিরুল, ঝুটন গং পথরোধ করে মারধর করে। তাই আমারা বাধ্য হয়ে নেত্রকোনা সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করি। আমার ও আমার চাচাতো ভাইয়ের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি । আমাদের বৈধ জমি ধরে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ন্যায় বিচার কামনা করি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ