রবিবার, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

‎দুর্গাপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত আহত ২

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহী দুর্গাপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় বিমল দাস (৫৫) নামের এক চার্জার ভ্যানচালক নিহত এবং একই ভ্যানের ২ জন আরোহী সাধন (৩০) ও রেখা রানী (৩৫) গুরুতর আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল আনুমানিক ৬ টার সময় উপজেলার মাড়িয়া ইউনিয়নের পালী বাজারে।

‎নিহত ভ্যানচালক বিমল দাস উপজেলার পৌর এলাকার ৫নং ওয়ার্ড জয়কৃষ্ণপুর গ্রামের মৃত কাঞ্চন দাসের ছেলে এবং আহত সাধন একই গ্রামের রঞ্জিতের ছেলে ও রেখা রানী ওই গ্রামের সুজনের স্ত্রী।

‎জানাগেছে, শীবপুর থেকে আসা দুর্গাপুর গামী বালুবাহী একটি ড্রামট্রাক পালী বাজারে পৌছালে বিপরীত দিক থেকে যাওয়া বেটারী চালিত চার্জার ভ্যানকে ধাক্কা দিলে ভ্যান চালকসহ ভ্যানের ২ জন আরোহী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হলে ভ্যানচালক বিমল দাসকে ডাক্তার মৃত ঘোষনা করে।

‎দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ গিয়ে পরিদর্শন করেছেন। এ বিষয়ে থানায় একটি সড়ক দুর্ঘটনা মামলা দায়ের হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ