রুহুল আমিন বাবু, বাগেরহাট : বাগেরহাটের শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত বহুল আলোচিত উপ-সহকারী কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে ঘুস, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে অবশেষে বদলি করা হয়েছে।
মঙ্গলবার খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় হতে সিনিয়র সহকারী কমিশনার আরিফুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংযুক্ত উপ-সহকারী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এর সংযুক্তিতে বদলির আদেশ বাতিল করে তাকে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় বদলির আদেশ দেওয়া হলো।
রফিকুল ইসলামের বদলির আদেশ শরণখোলায় প্রচার হলে ভুক্তভোগীসহ শরণখোলাবাসীর মধ্য আনন্দের বন্যা বয়ে যায়।
উপ-সহকারী মো. রফিকুল ইসলামের ঘুস, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ৩০ মার্চ দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনে সংবাদ প্রচারিত হলে কর্তৃপক্ষের টনক নড়ে।
উপ-সহকারী মো. রফিকুল ইসলামের ঘুষ, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে শরণখোলা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান হারেজসহ ভুক্তভোগীরা খুলনা বিভাগীয় কমিশনার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।