শাহিন রেজা টিটু, নবীনগর : আন্তর্জাতিক দুর্নীতি দিবস উপলক্ষে সোমবার নবীনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যেগে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হয়।
“দুর্নীতির বিরুদ্ধে তারণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নবীনগর প্রেসক্লাব চত্বরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে স্থানীয় শিল্পিদের পরিবেশনায় জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন ও কোরআান তেলোয়াত এর মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী অনুষ্ঠানের উদ্বোধন করেন।
কোরআন তেলোয়াত করেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি সহ সভাপতি ও নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন। প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও উপজেলা পরিষদ কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকার। স্বাগত বক্তব্য রাখেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক মলয়ালার প্রকাশক মোঃ হোসেন শান্তি। দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সাপ্তাহিক নবীনগর পত্রিকার প্রকাশক সম্পাদক আব্বাস উদ্দিন হেলাল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নবীনগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) শুক্লা রানী ভট্টাচার্য,যুব উন্নয়ন অফিসার মনজুর আলম, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম লিটন, ডাক্তার মশিউর রহমান,নবীনগর প্রেসক্লাব সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সহ সভাপতি ও নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক আমেনা বেগম, পৌর আমেনা মাদ্রাসার সুপার ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাওলানা আবদুল মতিন, মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শিউলী বেগম, হোপ এনজিওর সভাপতি হুমায়ন কবির, প্রভাষক দেলোয়ার হোসেন, নবীনগর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুলতান আহমেদ,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাইদুল আলম সোরাফ, মডেল প্রেসক্লাবের সভাপতি আবু কাউছার, সমাজকর্মী মিঠু সুত্রধর পলাশ, সংবাদকর্মী আনোয়ার হোসেন, সাংবাদিক মাজেদুল ইসলাম, সাংবাদিক শাফিউল আলম, সংবাদকর্মী সুরেন্দ্র চক্রবর্তী,আহসান উল্লাহ্ আরিয়া হাবিব প্রমুখ।