শুক্রবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

দেশের সকল নাগরিকদের সমান অধিকার দিতে হবে : রিপন চক্রবর্তী

চিংথোয়াই অং মার্মা, থানচি (বান্দরবান): দেশের নাগরিকদের বৈষম্য করে রাষ্ট্র অধিকার এভাবে চলতে পারে না। আমরা চাইচ্ছি সংস্কার, যেখানে সবদিক দিয়ে দেশের সকল মানুষের সম্মান অধিকার পাবে। সকল নাগরিকদের সমান অধিকার দিতে হবে! বাঙালি-আদিবাসী আলাদা করে কাউকে বঞ্চিত করা যাবে না। দেশের শিল্পপতিরা যেমন রাষ্ট্র অধিকার ভোগ করবে, সমানভাবে শ্রমিকরাও সেই অধিকার ভোগ করবে। কারণ দেশের তাঁরাও নাগরিক।

বান্দরবানের থানচিতে গণসংহতি আন্দোলন উপজেলা শাখা ১ম কাউন্সিলের উদ্বোধনী সভায় প্রধান বক্তা গণসংহতি আন্দোলনের বান্দরবান জেলা নির্বাহী সমন্বয়কারী রিপন চক্রবর্তী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, “আদিবাসী” তাদের সংখ্যাকম বলে রাষ্ট্রীয় অধিকার পাবে না, সেটা হবে না! রাষ্ট্রের মধ্যে তাঁরাও নাগরিক। একজন ধনী বলে তাঁর অধিকার থাকবে, আরেকজন গরীব বলে তাঁর রাষ্ট্রীয় অধিকার থাকবে না। সেটা চলবে না! সেই রাষ্ট্র মানি না! একজন বাঙালি যদি রাষ্ট্র অধিকার ভোগ করে, অবশ্যই একজন আদিবাসীও তা-ভোগ করবে।

নতুন কমিটির সদস্যদের উদ্দেশ্য করে গণসংহতি আন্দোলনের বান্দরবান জেলা নির্বাহী সমন্বয়কারী রিপন চক্রবর্তী বলেছেন– আপনারা নিজের স্বার্থে নয়, দলীয়ও স্বার্থে নয়, মানুষের স্বার্থে কাজ করবেন। দেশের মঙ্গল ও জনগণের স্বার্থে যখন কাজ করবেন, তবেই দেখবেন সেটা দেশের কল্যাণ হবে, দলীয়ও স্বার্থ হবে।

বৃহস্পতিবার সকালে থানচি কলেজ মাঠ প্রাঙ্গনে গণসংহতি আন্দোলন থানচি উপজেলা শাখা আয়োজনে জনগণের শিক্ষা ও স্বাস্থ্য অধিকার নিশ্চিতসহ জনবান্ধব গড়ে তোলার প্রত্যয়ে “পরিবর্তন চাই পরিবর্তন সম্ভব” এই প্রতিপাদ্যে গণসংহতি আন্দোলন উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে ১ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গণসংহতি আন্দোলনের রাফায়েল ত্রিপুরা সঞ্চালনায় উপজেলা শাখা ১ম সম্মেলন উদ্বোধন করেন, জেলা সমন্বয়কারী মোঃ নিজাম উদ্দিন। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট উবাথোয়াই মারমা।

গণসংহতি আন্দোলন উপজেলা শাখা ১ম সম্মেলনে মংসাই মারমা সভাপতিত্বে অন্যান্য মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা গণসংহতি আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী এ্যাডভোকেট উথোয়াইওয়াং মারমা, গণসংহতি আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী মোঃ আবুল কালাম, গণসংহতি আন্দোলন যুগ্ম সমন্বয়কারী এ্যাডভোকেট উচাই মং মারমা, থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম) ও ছাত্রনেতা মংমে মারমা প্রমূখ।

পরে গণসংহতি আন্দোলন থানচি উপজেলা শাখা ১ম সম্মেলনে মংসাই মারমাকে সমন্বয়কারী, হাইসিংনু মারমাকে যুগ্ম সমন্বয়কারী, সিনয়া ম্রোকে নির্বাহী সমন্বয়কারী, প্রদীপ ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক ও উথোয়াইওয়াং মারমাকে অর্থ ও দপ্তর সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট গণসংহতি আন্দোলন থানচি উপজেলা শাখা নতুন কমিটি গঠন করা হয়েছে। এর আগের র্র্যালি, জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

bnen