
সৌদি আরব প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভূমিকা রাখার আহ্বান জানান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
৩০ আগস্ট সৌদি আরবের তায়েফ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠন কর্তৃক এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
মোকতাদির চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধে চেতনা সমুন্নত বাংলাদেশের অগ্রগতি ধারাকে অব্যাহত ও বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়েছে। এই ধারাকে অব্যাহত রাখতে হলে মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে আওয়ামী লীগের কোন বিকল্প নেই।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, দেশীয় বিভিন্ন মহল ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রবাসীদেরও কাজ করতে হবে। বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে প্রবাসীদের অবদান খুবই গুরুত্বপূর্ণ।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের সাবেক মহাপরিচালক গ্রেড-১ প্রফেসর ফাহিমা খাতুন। এছাড়া অন্যদের মধ্যে তায়েফ প্রাদেশিক আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, সহ-সভাপতি মনির সরদার, সহ-সভাপতি মো. হাবিবুল্লাহ, সহ-সভাপতি খোকন মজুমদার সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী ফাউন্ডেশন নেতা ফোরকান আহমেদ রক্সি, ভারপ্রাপ্ত সভা সাধারণ সম্পাদক মিনহাজ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এস এ লিটন, প্রধান উপদেষ্টা এমারত হোসেনসহ বঙ্গবন্ধু ফাউন্ডেশন, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।