বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন, প্রধান উপদেষ্টাকে রিজভী

রাজশাহী প্রতিনিধি: অন্তর্বর্তী সরকারকে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য দ্রুত তারিখ ঘোষণা করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম সচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় রাজশাহী নগরীর নওদাপাড়ায় শহীদ জিয়া শিশুপার্ক এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান।  মহানগর যুবদলের আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়।
রিজভী বলেন, জাতীয় সংসদ, সংবিধান, পুলিশ প্রশাসন ও জনপ্রশাসনসহ সবকিছুতে সংস্কারের প্রয়োজন। তবে এটা নিয়ে তর্ক-বিতর্কের মধ্যে থাকলে প্রধান উদ্দেশ্য অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত পিছিয়ে পড়বে।
এসময় তিনি ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। শেখ হাসিনাসহ তার পরিবার ও দলের নেতাদের দুর্নীতির চিত্র তুরে ধরে রিজভী বলেন, আওয়ামী লীগের গণতন্ত্র মানে- ভোটাররা ভোট দিতে যাবে না, দিনের ভোট রাতে হবে, শেখ হাসিনার গণতন্ত্র হচ্ছে নির্বানের সময় বিরোধীদলের সবকে জেলে পুরে রাখা। ভয়ংকর দুর্নীতিরবাজ ছিলেন শেখ হাসিনা।
রিজভী আরও বলেন, ক্ষমতা রক্ষা করার জন্য শেখ হাসিনা শুধু ভারতেই সমীহ করতেন। ভারতের স্বার্থের কারণে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে চেয়েছে। এর বিনিময়ে অনেক গোপন চুক্তি হয়েছে। এই দেশের ভালো মন্দ নির্ধারণের দায়িত্ব একমাত্র জনগণের। অন্য কোনো দেশের না। এদেশ কীভাবে চলবে তার নীতিমালা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। এসময় বিএনপি, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *