
মোঃ সালেহুর রহমান সজীব, জয়পুরহাট: কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, ধর্মের ভিত্তিতে নয় দেশ পরিচালিত হবে যোগ্যতার ভিত্তিতে । যৌক্তিক সংস্কার শেষে এ দেশে গ্রহনযোগ্য নির্বাচন দিতে হবে । নির্বাচনের মাধ্যমে একটি গনতান্ত্রিক সরকার দেশ পরিচালিত করবে হবে। তিনি বলেন, আগামীতে মানবিক বাংলাদেশ গঠিত হবে। বিগত সরকার দেশের অর্থনীতিসহ সব অচল করে দিয়েছে। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদিসহ কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর ১১জন সিনিয়র নেতৃবৃন্দকে ফ্যাসীবাদী সরকার হত্যা করেছে। তিনি আরো বলেন এ দেশে মোট জনগনের অর্ধেক নারী তাদের সন্মান দিতে হবে।
বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে জয়পুরহাটে জামায়াতে ইসলামীর কর্মী সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্মী সন্মেলনে জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে আর বক্তব্য দেন, কেন্দ্রীয় জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম চৌধুরী, জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া সাবেক সেক্রেটারি অধ্যাপক নজরুল ইসলামসহ দিনাজপুর, বগুড়া, সিরাজগঞ্জের জেলা জামায়াতের সিনিয়র নেতৃবৃন্দরা বক্তব্য দেন। ২০০৮ সালের পর জামায়াতে ইসলামীর এটাই বড় সন্মেলন বলে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে।











