
খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ থানা পুলিশ ধর্ষণ মামলায় অভিযুক্ত মো. সেরালি (৫৪)-কে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে। অভিযুক্ত সেরালির পিতা মৃত আব্দুল এবং তিনি হাটরামপুর গ্রামের বাসিন্দা।
গ্রেপ্তারের পর আজ শনিবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
বোচাগঞ্জ থানায় মামলাটি নথিভুক্ত হয়েছে। যার মামলা নম্বর ৯। পুলিশ জানিয়েছে, মামলাটি যথাযথভাবে তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে এলাকাবাসী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে এবং ভুক্তভোগীকে ন্যায়বিচার প্রদানে বদ্ধপরিকর।