শনিবার, ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ধানচুরির অভিযোগে গণপিটুনিতে তরুণকে হত্যা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় পিকআপ গাড়ির চালককে ধানচুরির অভিযোগ সাজিয়ে গণধোলাই দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত আনুমানিক ৯ টার দিকে উপজেলার আমিলাইষ ইউনিয়নের সারোয়ার বাজারের সামান্য ভিতরে শাহ পারুওয়াল মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটেছে।

হত্যাকান্ডের শিকার ওই গাড়ি চালকের নাম মহি উদ্দিন(৩২)। সে উপজেলার ছদাহা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সরদার পাড়া লম্বা কালুর বাড়ির আলি আহামদ এর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,গত বুধবার রাত সাড়ে ৭ টার দিকে শাহ পারুওয়াল নির্মাণাধীন মাদ্রাসার ভিতর হইতে ধানের বস্তা চুরি করে পিকআপে ওঠানোর অভিযোগে ওই এলাকার লোকজন চোরকে ধরে নিয়ে বেধড়ক মারধর করে ও পরবর্তীতে শুনতে পান ওই যুবক নিহত হয়েছেন।

নিহত যুবকের বড় বোন ইয়াছমিন আক্তার জানান, আমার ভাই বিয়ে করেছে মাত্র ১৭ দিন হল। এর মধ্যে এই ঘটনা পুরো সাজানো। আমার ভাই যাত্রীবাহী পিকআপ গাড়ির চালক। গত বুধবার সকাল ১০ টার দিকে গাড়ি চালানোর উদ্দেশে বাড়ি থেকে বের হন। রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে বাড়ির মোবাইলে একজন কল করে জানান, তার ভাই গণপিটুনিতে মারা গেছে।

এদিকে বুধবার দিবাগত রাতে ৯৯৯ কলের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহিউদ্দিনকে মুমূর্ষ অবস্থায় সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল হতে চুরির কাজে ব্যবহৃত সন্দিগ্ধ একটি পিকআপ গাড়ি ও চোরাই কয়েকটি ধানভর্তি বস্তা উদ্ধার করেছেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার জানান, কয়েকদিন আগেও ওই এলাকা থেকে ২০ বস্তা ধান চুরি হয়। গত বুধবার রাতে একই এলাকা থেকে চোরের দল পাঁচ বস্তা ধান পিকআপ ভ্যানে তুলে নিয়ে ছিলেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে চোর চোর ডাক শুনে চোরের দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও স্থানীয় লোকজন মহিউদ্দিন নামের একজনকে আটক করেন। এরপর গণপিটুনির শিকার হয়ে তিনি নিহত হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার বিকেলে উপজেলার ছদাহা ইউনিয়নের মিঠার দোকান এলাকায় চায়ের দোকানের বকেয়া ১৭ টাকা পাওনাকে কেন্দ্র করে মাহমুদুল হক (৩৩) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ৪৮ ঘন্টার ব্যবধানে ২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এখনো কোন প্রকার মামলা রুজু করা হয়নি বলে জানান থানার ভারপ্রাপ্ত ওসি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *