শুক্রবার, ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ধানের শীষে লড়তে প্রস্তুত রাজশাহীর রমেশ দত্ত ও বিশ্বনাথ সরকার

পাভেল ইসলাম মিমুল, উত্তরবঙ্গ: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীতে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এবং সনাতনী বিএনপি পরিবারের নেতাদের তৎপরতা বেড়েছে।

এরই অংশ হিসেবে রাজশাহী-৬ আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক রমেশ দত্ত এবং রাজশাহী-১ আসনে রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার ধানের শীষের মনোনয়ন প্রত্যাশা করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, উভয় নেতা দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে বিএনপির সংগঠন শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি তারা নিজ নিজ আসনে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ জোরদার করেছেন এবং নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন।

কল্যাণ ফ্রন্টের শীর্ষ নেতারা জানিয়েছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করতে ও সমঅধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির হাইকমান্ডের কাছে যোগ্য প্রার্থীদের নাম প্রস্তাব করা হয়েছে। তারা আশা করছেন, রাজশাহী অঞ্চলে রমেশ দত্ত ও বিশ্বনাথ সরকার ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পেলে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে নতুন আস্থা তৈরি হবে।

রাজশাহীর রাজনীতি বিশ্লেষকরা বলছেন, এই দুই নেতার প্রার্থীতা বিএনপির জন্য ঐ অঞ্চলে একটি শক্তিশালী বার্তা হতে পারে, বিশেষত সংখ্যালঘু ভোটারদের মধ্যে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ