বুধবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ধানের শীষ প্রতীকেই নির্বাচন করবেন আসলাম চৌধুরী

চট্টগ্রাম প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী বলেছেন, আমি জনগণের জন্য কাজ করি, তাই জনগণই আমার শক্তি। সীতাকুণ্ডের মানুষ আমার সঙ্গে আছে। ধানের শীষ নিয়েই আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করবো।

তিনি বলেন, মনোনয়ন কোনো বড় বিষয় নয়। শেষ পর্যন্ত জনগণই নির্ধারণ করবে কাকে তারা চান। আমি বিশ্বাস করি, জনগণের ভালোবাসা ও আস্থার প্রতি সবাই শ্রদ্ধাশীল থাকবে। দলীয় মনোনয়নও সে অনুযায়ীই হবে।

অধ্যাপক আসলাম চৌধুরী আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় বা আরও কিছুটা পিছিয়ে যায়, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন তাহলে আমি অবশ্যই নির্বাচন করবো। আমি বিশ্বাস করি, জনগণের বিশ্বাসের প্রতি কেউ প্রতারণা করবে না। যদি কেউ জনগণের আস্থাকে উপেক্ষা করতে চায়, তাহলে জনগণই তার জবাব দেবে।

নিজের রাজনৈতিক অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, ২০০৬ সালে মনোনয়ন নিয়ে কখনও আমাকে কনফার্ম করা হয়, কখনও অন্য কাউকে। কিন্তু শেষ পর্যন্ত দলের পক্ষ থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। এসব অভিজ্ঞতা থেকে আমি জানি, ধৈর্য আর আস্থা রাজনীতির বড় শক্তি।

দীর্ঘদিন কারাবাসের কারণে ব্যক্তিগত ব্যবসায়িক কার্যক্রম কিছুটা অগোছালো হলেও তিনি জানান, বর্তমানে তিনি বাসায় থেকে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। সীতাকুণ্ডের পাশাপাশি উত্তর চট্টগ্রামেও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের পাশে আছেন। তিনি বলেন, জনগণের সঙ্গে আমার যে সম্পর্ক, তা শুধুই রাজনৈতিক নয়, মানবিকও। এই সম্পর্কই আমার সবচেয়ে বড় শক্তি।

মনোনয়ন প্রসঙ্গে অধ্যাপক আসলাম চৌধুরী বলেন, মনোনয়ন দেওয়া বা বাদ দেওয়া এই মুহূর্তে আলোচ্য বিষয় নয়। যখন নির্বাচনী তফসিল ঘোষণা হবে, তখনই এসব বিষয় স্বাভাবিকভাবে আলোচিত হবে। আমি নিশ্চিত, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই দল নেবে।

তিনি বলেন, আমার লক্ষ্য একটাই জনগণের সেবা করা। বিএনপি জনগণের দল, তাই জনগণের যে দিকেই পালস থাকবে, সেটাকেই গুরুত্ব দেওয়া হবে। শেষ পর্যন্ত আমি ধানের শীষের প্রার্থী হিসেবেই মাঠে থাকবো বলে আমার বিশ্বাস।

বুধবার রাত ১১ টায় ঢাকা থেকে সীতাকুণ্ডে ভাটিয়ারী জলিল গেইট এলাকায় তার বাসভবনে উপস্থিত জনগণ ও দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা যে আন্তরিকতা ও ভালবাসার পরিচয় দিচ্ছেন সেটা শুধু কথা দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেই বুঝানো যাবে না। আমার অন্তর আপনাদের সাথে আছে, আপনাদের অন্তরও আমার সাথে আছে।

বৃহস্পতিবার বিকেলে সীতাকুণ্ড পৌর সভায় ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধুরী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে তার কোনো সংশয় নেই। আগামী নির্বাচনে ধানের শীষ আমাদেরই থাকবে। দলের নেতাকর্মীদের আবেগ, ভালোবাসা ও উচ্ছ্বাসই রাজনীতির প্রাণ। এলাকার মানুষের সুখে–দুঃখে পাশে ছিলাম বলেই তারা আমাকে ভালোবাসেন। আমিও সীতাকুণ্ডবাসীর প্রতি কৃতজ্ঞ।

স্থানীয় প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব পৌর বিএনপর সাবেক সভাপতি ইউসুফ নিজামীর মতে, অধ্যাপক আসলাম চৌধুরী দীর্ঘদিন ধরে এলাকায় জনগণের সাথে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তার রাজনৈতিক সক্রিয়তা, দলীয় আনুগত্য এবং স্থানীয় জনপ্রিয়তা আসন্ন নির্বাচনে তাকে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যেতে পারে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ