বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নওগাঁয় হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ৩ আসামী গ্রেপ্তার 

তৌফিক তাপস, নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে ক্লুলেস খুনের রহস্য উদঘাটন ও হত্যাকাণ্ডে সরাসরি জড়িত তিনজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 
মঙ্গলবার দুপুর ১২ টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ এ তথ্য নিশ্চিত করেন নওগাঁ জেলা পুলিশ সুপার সাফিউল সারোয়ার। পুলিশ সুপার বলেন, গত ১৫ই ডিসেম্বর দিবাগত রাত্রে জাহিদুল ইসলাম ৪১ কে হত্যার পর মহাদেবপুর থানাধীন রাইগা ইউনিয়নের অন্তর্গত কালনা মৌজাস্থ জৈনিক আরমান সরদারের জমির পাশে কালভার্টের নিচে ফেলে রেখে যায়। মৃতদেহটি একটি নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ছিল। এ হত্যাকাণ্ডের বিষয়ে জাহিদুলের স্ত্রী নাসিমা বাদী হয়ে গত ১৬ ডিসেম্বর মহাদেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজুর পর থেকেই মহাদেবপুর সার্কেলের অ্যাডিশনাল এসপি জয়ব্রত পালের নেতৃত্বে নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ টিম গঠন করা হয়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতভর অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত তিনজন আসামিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, জেলার পত্নীতলা থানার ঘোষ নগর ইউনিয়নের কোতালি গ্রামের গুলজার হোসেনের ছেলে মামুনুর রশিদ, মৃত ইসমাইল হোসেনের ছেলে রুবেল হোসেন, মৃত আবুল কালাম আজাদের ছেলে রাজু হাসান। 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বলেও জানান পুলিশ সুপার।
পুলিশ সুপার আরো বলেন, পূর্ব শত্রুতা এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড টি সংগঠিত হয়েছে। স হত্যাকাণ্ডের সাথে মোট পাঁচজন জড়িত ছিল বলে ও জানান তিনি।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ