শুক্রবার, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নগদে এক বছরের জন্য প্রশাসক নিয়োগ

যায়যায় কাল প্রতিবেদক : মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান নগদের পরিচালনা বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। পর্ষদ ভেঙে এক বছরের জন্য প্রশাসক নিয়োগ করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসে কর্মরত পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে প্রশাসক হিসেবে নিয়োগ করে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া বিভিন্ন দায়িত্বে আরও ছয় জন কর্মকর্তাকে নগদে নিয়োগ করা হয়েছে।

বুধবার বাংলাদেশে ব্যাংকের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এইচআরডি-১) মো. জবদুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে চট্টগ্রাম অফিসে কর্মরত পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে (এইচওবি-৬৮; ১৭৩০১৮৮৮) চট্টগ্রাম অফিস হতে প্রধান কার্যালয়ে বদলিপূর্বক হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এ সংযুক্ত করা হয়েছে। তাকে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদে এক বছরের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

চিঠিতে আরও বলা হয়, এতদ্ব্যতীত প্রশাসকের সার্বিক কার্যক্রমে সহায়তার জন্য ছয় কর্মকর্তাকে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এ নিয়োগ করা হয়েছে।

তারা হলেন- অতিরিক্ত পরিচালক মো. হাবিবুর রহমান এবং যুগ্ম পরিচালক আনোয়ার উল্যাহ্, পলাশ মন্ডল, আবু ছাদাত মোহাম্মদ ইয়াছিন, চয়ন বিশ্বাস ও মো. আইয়ুব খান। তারা বৃহস্পতিবার (২২ আগস্ট) কর্মদিবস শেষে বাংলাদেশ ব্যাংক হতে বিমুক্ত হবেন।

আগামী এক বছরের জন্য তারা দায়িত্ব পালন করবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ, নগদের পরিচালনা বোর্ডে ছিলেন নির্বাহী চেয়ারম্যান ও সিইও তানভীর এ মিশুক, সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আমিনুল হক ও শ্যামল বি দাস, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শিহাব উদ্দিন চৌধুরী ও গোলাম মর্তুজা চৌধুরী এবং নির্বাহী পরিচালক মো. নিয়াজ মোর্শেদ এলিট ও মারুফুল ইসলাম ঝলক।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *