![](https://jaijaikal.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মোঃ মেহেদী হাসান, নন্দীগ্রামন: ন্দীগ্রামে ২নং ইউনিয়নের সিমলা(তারাটিয়া) ও ৩নং ভাটরা ইউনিয়নের ঝিনা গ্রামে একই দিনে চুরির ঘটনা ঘটেছে।
রবিবার উপজেলার সিমলা(তারাটিয়া) বাজার সংলগ্ন তানসেন(৫০) এর বাড়িতে বেলা আনুমানিক ১২-১টায় চুরির ঘটনা ঘটেছে।ভুক্তভোগী জানান তারা আত্মীয়ের বাড়িতে সপরিবারে বিয়ের দাওয়াতে যান।এই সুযোগে কে বা কারা তার বাড়ির পিছনের প্রাচীর দিয়ে দেয়াল টপকে গোসলখানায় প্রবেশ করে।
গোসলখানার দরজার লক ভেঙে পর্যায়ক্রমে বাড়ির ভেতরে ঢুকে সব ঘরের দরজা খুলে নগদ ২০হাজার টাকা ও স্বর্নলংকার নিয়ে পালিয়ে যায়।বিকেলে তারা বাড়িতে এসে সবকিছু এলোমেলো দেখে ভড়কে যান।এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
একইভাবে পৃথক চুরির ঘটনা ঘটেছে ভাটরা ইউনিয়নের ঝিনা গ্রামে।এদিন দুপুর বেলায় এনামুল হকের(৩২) বাড়ির লোকজন পাশের ভাটরা গ্রামের আত্মীয়ের বাড়িতে যান বেলা ১২.৩০টা নাগাদ।
ভুক্তভোগীর পরিবার জানান তারা বাড়ি থেকে যাওয়ার পরপরই কে বা কারা তাদের বাড়ির ছাদের কাছে থাকা কাঠাল গাছ দিয়ে ছাদে উঠেন এবং ছাদের দরজা দিয়ে সিড়ি বেড়ে বাড়ির ভেতরে ঢুকে।
সেখান থেকে তালাবদ্ধ বাক্স ভেঙে নগদ ৫০হাজার টাকা,৫ভরি স্বর্নের চেইন ও ৬ভরি স্বর্নের দুল এবং ভুক্তভোগী এনামুলের দাদার চিকিৎসা বাবদ ১হাজার টাকাও নিয়ে গেছেন বলে জানা যায়।
এ ব্যাপারে থানায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।তবে ঝিনা গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই আব্দুর রউফ।
এ ব্যাপারে জানতে চাইলে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম জানান,❝আমাদের কাছে লিখিত অভিযোগ আসলে আমরা অবশ্যই তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করব।❞ এ সময় চুরি ঠেকাতে সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন তিনি।