
মো. মেহেদী হাসান, নন্দীগ্রাম: পবিত্র ঈদুল ফিতর পরবর্তী নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে নন্দীগ্রাম উপজেলার বাসস্ট্যান্ড বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার সকালে সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোহান সরকারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এ সময় দুই হোটেল ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
দৃশ্যমান স্থানে হালনাগাদকৃত মূল্য তালিকা প্রদর্শন না করায় “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯” অনুযায়ী সিরাজুল ইসলামের প্রতিষ্ঠান বাংলা দইঘরে ৩ হাজার এবং আরব আলী হোটেল এন্ড রেস্টুরেন্ট একই পরিমাণ জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম থানার সাব-ইন্সপেক্টর সিয়াম।