শুক্রবার, ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নবাবগঞ্জে শহিদ আশিকুলের মৃতদেহ কবর থেকে উত্তোলন

খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: কবর থেকে তোলা হলো জুলাই আগস্ট বিপ্লবে নিহত দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নরহরিপুর গ্রামের আশিকুল ইসলামের মৃতদেহ। নিহত হবার প্রায় ৫ মাস পর ময়নাতদন্তের জন্য এ মৃতদেহ উত্তোলন করা হয়।

বুধবার সকালে শহীদ আশিকুল ইসলামের গ্রামের বাড়ী নরহরিপুর গ্রামের কবর স্থান থেকে মৃতদেহ উত্তোলন করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পঠানো হয়।

জানা যায়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকার দক্ষিণ বনশ্রী জি ব্লকের ১ নং রোডে গুলির আঘাতে আশিকুল ইসলাম নিহত হয়। পরে আশিকুলের মা আলিশা আফরোজ বাদী হয়ে ঢাকার খিলগাও থানায় মামলা দায়ের করেন।

এদিকে আশিকুল ইসলামের লাশ ময়নাতদন্ত না করে দাফন করায় মৃতদেহটি কবর থেকে উত্তোলন করা হয় বলে জানিয়েছেন সিআইডি, পুলিশ পরিদর্শক আ. ওয়াহাব ।

তিনি জানান, গত ৯ সেপ্টেম্বর ঢাকার খিলগাও থানায় একটি মামলা হয়। যার নং-১৬ । এতে ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়। মামলার তদন্তের স্বার্থে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবাহী অফিসার আনিসুর রহমানের উপস্থিতিতে মৃতদেহ উত্তোলন করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ