
খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলায় ১ জন ওয়ারেন্ট ভুক্ত আসামিসহ ৫ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ এর নির্দেশনায় নবাবগঞ্জ থানা পুলিশ রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় উপজেলার বড় তেতুলিয়ার মো. দেলোয়ার হোসেন ও খালদহ গ্রামের ফুলবাবু ও কাচদহ তেলিপাড়া শেফালী বেগম ও উত্তর মুরাদপুর গ্রামের মো. শরিফুল ইসলাম ও তর্পনঘাটের মনোয়ারা বেগম সহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ জানান,আসামিরা বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি। গ্রেফতারের পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।