
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: দৌলতপুর খেদমতে ইনসান যুব সংগঠনের উদ্যোগে মরহুমদের রুহের মাগফেরাত কামনায় ৪র্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল দৌলতপুর পূর্ব পাড়া বড় কবরস্থান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে সভাপতিত্ব করেন দৌলতপুর খেদমতে ইনসান যুব সংগঠনের প্রধান উপদেষ্টা মাওলানা আবদুল ওয়াহেদ। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন প্রখ্যাত মুফাসসিরে কুরআন, পীরে কামেল পাহাড়পুরের পীর সাহেব আল্লামা শাহ সলিমুল্লাহ খাদেম (দা.বা.)।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম সোনারামপুর মাদ্রাসা, আশুগঞ্জ—মুফতি আবদুল বারী ফান্দাউকী এবং বড়াইল সিরাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি মুহসীনুল করীম হারুনী।
মাহফিল পরিচালনা করেন জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার সিনিয়র শিক্ষক ও খেদমতে ইনসান যুব সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা জয়নুল আবেদীন আমিনী।
মাহফিলে বক্তারা দ্বীনের পথে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান এবং মরহুমদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এসময় মহল্লার সকালের মক্তব পড়ুয়া শিশুদের মাঝে ইসলামিক বই উপহার হিসেবে বিতরণ করা হয়, যা অভিভাবক মহলে ব্যাপক আনন্দের সৃষ্টি করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খেদমতে ইনসান যুব সংগঠনের সভাপতি বলেন, “সমাজ গঠনে শিশু-কিশোরদের দ্বীনি শিক্ষার বিকল্প নেই। ভবিষ্যতেও এমন দ্বীনি ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা ও বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।











