
খাইরুল হাসান, নবীনগর: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উত্তর লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের আঙিনায় শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে আবুল খায়ের টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অ্যাক্রেডিটেশন বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম।
সভাপতিত্ব করেন আবুল খায়ের ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি এম আর মঈদুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ মাসুদুল ইসলাম মাসুদ, নবীনগর প্রেস ক্লাবের সভাপতি এম এইচ শান্তি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আবুল খায়ের ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত এ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারটি ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। সংগঠনটি একটি নিবন্ধিত সমাজভিত্তিক, অরাজনৈতিক দাতব্য প্রতিষ্ঠান (রেজি. নং-১৬/২০১৪), যা বাইশমোজা বাজার, কৃষ্ণনগর, ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত।
প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই বিনামূল্যে চিকিৎসা সেবা, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট পরিচালনা, ছাত্র সহায়তা, জাকাত/দান এবং নানা কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষা উন্নয়ন, বাইশমোজায় আধুনিক হাসপাতাল নির্মাণ, বাজার উন্নয়ন এবং স্থানীয় জনগণের জন্য সেলাই প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণের কথাও জানানো হয়।
প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ জানান, সমাজের উন্নয়ন ও মানুষের কল্যাণই আবুল খায়ের ওয়েলফেয়ার অর্গানাইজেশনের একমাত্র লক্ষ্য। এ লক্ষ্যে তারা সকলের সহযোগিতা ও আগ্রহ কামনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও উপস্থাপনা করেন কবি ও সাহিত্যিক মাসুদুল ইসলাম নীল।