
এম এ মতিন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষে নবীনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদলের নেতৃত্বে নবীনগর পৌরসদরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি স্থানীয় ডাকবাংলো থেকে শুরু হয়ে উপজেলা পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সাংসদ ফয়জুর রহমান বাদল ও দলীয় নেতাকর্মীরা। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন ফয়জুর রহমান বাদল।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, পৌর মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার শিউলি, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বোরহান উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক ভিপি আব্দুর রহমান, জসিম উদ্দিনসহ আরো অনেকেই।